ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের আন্তর্জাতিক সেমিনার
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ-এর সভাপতিত্বে “আন্তর্জাতিক প্রেক্ষাপটে উদ্যোক্তার বিপনন ও ব্যবস্থাপনা” বিষয়ক সেমিনার গত ২৯ এপ্রিল ২০১৭-এ অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ পাঠ করেন মার্কিন যুক্তরাষ্ট্রস্থ ‘দি ইউনিভার্সিটি অব সেক্সাটন’ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সত্য পি. চট্টোপাধ্যায়। সেমিনারে ড. সত্য পি. চট্টোপাধ্যায় বলেন, “নতুন নতুন উদ্ভাবনী শক্তি বিপনন ও ব্যাবস্থাপনার ক্ষেত্রে উদ্যোক্তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে- যা কাটিয়ে উঠতে হলে গতিময়তা আনতে হবে।“
এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।