Start
End
Categories
NEWSAdmission starts in honors on Entrepreneurship Economics
The Dhaka School of Economics, an affiliate of Dhaka University, is currently in the process of admitting students into a four-year honors programme in Entrepreneurship Economics.
Completing the Entrepreneurship Economics Programme will help one to develop their talent through industrial realism and creativity to build oneself as a successful entrepreneur.
Many of those who have already been admitted were able to earn money alongside the study in their student life. Fieldwork has been introduced as hands-on training for entrepreneurship economics while; the process of setting up the current Economic Incubator for Practical is underway.
Application forms can be downloaded from the internet. Later, the forms can be sent to the Head of Admin, Development and Academic Affairs by November 14. The forms can be emailed at mahboob.ali@dsce.edu.bd too.
For any information, one can contact Professor of Entrepreneurship Economics Dr Muhammad Mahbub Ali on the phonedirectly on this number 01716394604. The programme is working to create enterprising creative human resources in the era of the Fourth Industrial Revolution, said programme coordinator Dr Muhammad Mahbub Ali.
উদ্যোক্তা অর্থনীতিতে অনার্স প্রোগ্রামে ভর্তি
(বাংলা ডেইলি, সেপ্টেম্বর ৩০, ২০২১)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকস এর অধীনে বর্তমানে অর্থনীতিতে চার বছর মেয়াদি অনার্স প্রোগ্রাম ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামটি পাশ করলে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য শিল্প বাস্তবতা এবং সৃজনশীলতার মাধ্যমে মেধার বিকাশ সাধন করা যাবে।
ইতোমধ্যে যারা ভর্তি হয়েছে তাদের অনেকেই ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনে সক্ষম হয়েছে।
উদ্যোক্তা অর্থনীতির জন্য হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা হিসেবে ফিল্ড ওয়ার্ক চালু করা হয়েছে এবং প্র্যাকটিক্যাল এর জন্য বর্তমান ইকনমিক ইনকিউবেটর স্থাপন প্রক্রিয়া চালু রয়েছে আগামী ১৪ই নভেম্বর তারিখ পর্যন্ত ব্যাচেলর অফ ইকনমিক্স (এন্ট্রেপ্রেনিউরিয়াল ইকোনমিকস) প্রোগ্রামের ফরম অনলাইনে ডাউনলোড করে ফিল আপ করে হেড অব এডমিন, ডেভেলপমেন্ট এন্ড একাডেমিক অ্যাফেয়ার্স বরাবর ফরম পাঠানো যাবে।
আবার ইমেইল mahboob.ali@dsce.edu.bd পাঠানো যাবে। যে কোনো তথ্যের জন্য উদ্যোক্তা অর্থনীতির প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীর সাথে ফোনে ০১৬১৬৩৯৪৭০৪ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে।
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কর্মোদ্যমী সৃজনশীল মানব সম্পদ তৈরিতে এই প্রোগ্রামটি কাজ করছে বলে প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডঃ মুহম্মদ মাহবুব আলী জানান।
ঢাকা স্কুল অব ইকোনমিকসের এই প্রোগ্রামের সাথে বিদেশের বহু প্রতিষ্ঠান, ব্যবসায়ী, শিল্পপতি এবং উদ্যোক্তাগণ সরাসরি যোগাযোগ করে থাকেন।
ডক্টর কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে ঢাকা স্কুল অব ইকোনমিকস দেশের তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করছে।