Entrepreneurship Economics program started (News Cover)

Masters in Entrepreneurship Economics programme in DScE (Daily Observer: 12 August, 2018) Dhaka School of Economics (DScE) under the University of Dhaka started Masters programme in entrepreneurship Economics. Prominent economist and Palli Karma Sahayak Foundation (PKSF) chairman Qazi Kholiquzzaman Ahmed is current chairman of the governing council of DScE. Course

Start

May 1, 2018 - 12:00 am

End

May 2, 2018 - 12:00 am

Categories

NEWS

Masters in Entrepreneurship Economics programme in DScE (Daily Observer: 12 August, 2018)

Dhaka School of Economics (DScE) under the University of Dhaka started Masters programme in entrepreneurship Economics. Prominent economist and Palli Karma Sahayak Foundation (PKSF) chairman Qazi Kholiquzzaman Ahmed is current chairman of the governing council of DScE. Course co-coordinator Prof Dr Muhammad Mahbub Ali said that the curriculum has been designed in such a way so that the students can develop their entrepreneurial role for the country’s development and progress. In addition to being self-sufficient, they can generate employment and help to reduce unemployment rate in Bangladesh.

Source link: http://www.observerbd.com/details.php?id=153109

Dhakatimes24 (13 Feb 18): Master of Economics (Entrepreneurship Economics) program started

Link: http://www.dhakatimes24.com/2018/02/13/69106/Master-Economics-(Entrepreneurship-Economics)-program-started

Dhaka School of Economics (DScE) is a constituent institution of the University of Dhaka, has begun offering of the program on Master Economics (Entrepreneurship Economics) under supervision of Leading Economist Dr. Qazi kholiquzzaman Ahmad. Program coordinator is Economist Professor Dr. Muhammad Mahboob Ali who is also Entrepreneurial specialist.

On successful completion of the program students will be able to:

  1. Demonstrate an understanding of the economic traits and roles of an entrepreneur.
  2. Demonstrate the use of economics to analyze entrepreneurial markets and behaviors.
  3. Demonstrate an understanding of entrepreneurial financing and capital arrangements.
  4. Demonstrate an understanding of public policy and constraints on entrepreneurs.
  5. Analyze and present an analysis of entrepreneurial policy.

Course No. MEE 001: Three non-credit lectures on Bangladesh Studies (Emergence of Bangladesh and current status of socio-economic, historical background and perspectives) at the beginning of the program.

Reference

1. M. A. Muhith (1978), Bangladesh: Emergence of a Nation, Bangladesh Books International,Dhaka.

2. Mobasher Ali (2017), Bangladesher Sandhanya (Bangladesh Studies), Student Ways, Dhaka.

Semester wise courses:

1st Semester

  • Course No. MEE 101:Microeconomics – 4 Credits.
  • Course No. MEE 102:Macroeconomics – 4 Credits.
  • Course No.MEE 103: Basics of Entrepreneurship – 4 Credits.

2nd Semester

  • Course No. MEE 201: Growth and Social Innovation of Enterprises and Economics – 4 Credits.
  • Course No. MEE 202: Mathematical Economics and Statistics – 4 Credits .
  • Course No. MEE 203: Integrated strategy on the promotion of Enterprises and Economic benefits – 4 Credits.

3rd Semester

  • Course No. MEE 301: Research Methodology and Econometrics – 4 Credits.
  • Course No. MEE 302: Behavioral Economics for Entrepreneurial Marketing and Supply
  • Chains – 4 Credits.
  • Course No. MEE 303. Social Entrepreneurship and Micro finance and Micro Insurance – 4 Credits.
    4th Semester (Both Dissertation and Non Dissertation Group)

4th Semester

  • Course No. MEE 401 Advances in Economics of Entrepreneurship – 4 Credits
  • Course No. MEE 402 Accounting, Banking, Insurance and Fund Controlling for Entrepreneurs – 4 Credits.
  • Course No. MEE 403 Value Chain, Human Resource Management and Information Technologies (IT) of Economies for Entrepreneurs – 4 Credits.
  • Course No. MEE 404 Environment, Development, Financial inclusion and International Trade for Entrepreneurs – 4 Credits.
  • Course No. MEE 405 : Project Planning and Appraisal in Entrepreneurial Ventures – 4 Credits.
  • Course No. MEE 406 Field Research on Entrepreneurial Economics – 8 Credits.

BSS(April 9, 2018): Master of Economics (Entrepreneurial Economics) class starts at DScE

Master of Economics (Entrepreneurship Economics) Programme starts at the DScE in Dhaka on April 07, 2018. Photo: DScE.

Dhaka, Bangladesh (BBN) – Dhaka School of Economics (DScE),which is constituent Institution of University of Dhaka, has started class of Master of Economics(Entrepreneurship Economics) Programme.

“This program will motivate to entrepreneurial ability and visionary leadership to develop the economy,” Chairman of the Governing Council of DScE Dr. Qazi Kholiquzzaman Ahmad said while inaugurating the programme on Saturday.

The senior economist hoped that business incubator will be established in due course of time.

Coordinator of the programme Professor Muhammad Mahboob Ali Post Doctorate(Entrepreneurship) commented that this program is designed to putting emphasis on developing industry need based and pro people centric development of the economy of Bangladesh with bench marking of global exposure.

In future at undergraduate level the program may start for youth entrepreneurs, employment opportunity and giving soft skill emphasis, Dr. Ali also added.

The duration of the programme is 1.6 years and total 13 courses related to entrepreneurial economics.
Among others, faculty member Rehena Parvin also attended the programme.

The DScE earlier introduced Post Graduate Diploma in Enterprise Development programme aiming to develop new entrepreneurs in Bangladesh.

BBN/SSR/AD

দৈনিক খবর(৫ মে, ১৮) ডিএসসিইতে উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে মাস্টার্স শুরু

Link: http://dainikkhabar.com.bd/education/ডিএসসিইতে-উদ্যোক্তা-অর্/
দেশে প্রথমবারের মতো উদ্যোক্তা অর্থনীতি বিষয়ের ওপর স্নাতকোত্তর কোর্স মাস্টার্স ইন এন্টারপ্রাইজ ইকোনমিকস প্রোগ্রামস চালু করেছে ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই)। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান এবং কর্মোদ্যমকে জাগ্রত করার প্রয়াসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ডিএসসিই এ উদ্যোগ নিয়েছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বর্তমানে ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে তিনি বলেন, দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে যুগোপযোগী করার পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে শক্তিসম্পন্ন অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তা অর্থনীতির বিকল্প নেই। এ জন্য উদ্যোক্তা উন্নয়ন ও উদ্যোক্তা অর্থনীতির বিকাশ ঘটাতে হবে।

কোর্সের সমন্বয়ক ডিএসসিইর অধ্যাপক অর্থনীতিবিদ মুহম্মদ মাহবুব আলী জানান, দেশে প্রথমবারের মতো উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করা হয়েছে। এ পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব হ্রাসে সহায়তা করতে পারে। বাংলাদেশ আজ যে অগ্রযাত্রার পথে শামিল হয়েছে, তা টেকসই করার ক্ষেত্রে উদ্যোক্তা অর্থনীতির মাস্টার্স কোর্স বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেড় বছর মেয়াদি এ কোর্সে ইতিমধ্যে উন্নয়নকর্মী, সাংবাদিক, ব্যাংকার, সরকারি প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে কোর্স ফি বর্তমানে ৭০ হাজার টাকা।

মানব কন্ঠ

link: https://www.manobkantha.com/ডিএসসিইতে-উদ্যোক্তা-অর্থ/
উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান এবং কর্মোদ্যমকে জাগ্রত করার প্রয়াসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) দেশে প্রথমবারের মত উদ্যোক্তা অর্থনীতি বিষয়ের ওপর স্নাতকোত্তর কোর্স মাস্টার্স ইন এন্টারপ্রাইজ ইকোনমিকস প্রোগ্রামস্ চালু করেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বর্তমানে ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বাসস
এ বিষয়ে তিনি বলেন, দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে যুগোপযোগী করার পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে শক্তিসম্পন্ন অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তা অর্থনীতির বিকল্প নেই। এ জন্য উদ্যোক্তা উন্নয়ন ও উদ্যোক্তা অর্থনীতির বিকাশ ঘটাতে হবে। কোর্সের সমন্বয়ক ডিএসসিইর অধ্যাপক অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী জানান, দেশে প্রথমবারের মত উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করা হয়েছে। এ পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব হ্রাসে সহায়তা করতে পারে।
বাংলাদেশ আজ যে অগ্রযাত্রার পথে শামিল হয়েছে, তা টেকসই করার ক্ষেত্রে উদ্যোক্তা অর্থনীতির মাস্টার্স কোর্স বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Link:

চ্যানেল আই অনলাইন ৮ এপ্রিল, ২০১৮ঃ

মাস্টার্স অব ইকনোমিকস (উদ্যোক্তা অর্থনীতি) প্রোগ্রামের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ক্লাস ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস’এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান প্রতিথযশা অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ শুভেচ্ছা জানিয়ে দেশ গড়ার লক্ষ্যে উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামটির গুরুত্ব আরোপ করেন।

তিনি বিজনেস ইনকিউবেটর স্থাপনের বিষয়ও বিবেচনার আশ্বাস দেন। প্রোগ্রামটির সমন্বয়ক প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী অভিমত ব্যক্ত করেন যে, উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামটি এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যে, কর্মমুখী ও বৃত্তিমূলক শিক্ষার বিকাশ সাধনে এবং দেশে কর্মমুখী শিক্ষার প্রসারে ঢাকা স্কুল অব ইকনোমিকস এধরনের কার্যক্রম গ্রহণ করেছে।

আধুনিক শিক্ষার প্রায়োগিক কৌশল হিসাবে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষক রেহানা পারভিন।

ইত্তেফাক(৪ এপ্রিল, ১৮): ঢাকা স্কুল অব ইকনোমিকসে উদ্যোক্তা অর্থনীতির ক্লাস শুরু

http://www.ittefaq.com.bd/print-edition/trade/2018/04/13/270499.html
মাস্টার্স অব ইকনোমিক্স (উদ্যোক্তা অর্থনীতি) প্রোগ্রামের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ সম্প্রতি শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামটির গুরুত্ব তুলে ধরেন। তিনি বিজনেস ইনকিউবেটর স্থাপনের বিষয়ও বিবেচনার আশ্বাস দেন। প্রোগ্রামটির সমন্বয়ক প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামটি এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যে, কর্মমূখী ও বৃত্তিমূলক শিক্ষার বিকাশ সাধনে এবং দেশে কর্মমুখী শিক্ষার প্রসারে ঢাকা স্কুল অব ইকনোমিকস এ ধরনের কার্যক্রম গ্রহন করেছে। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষক রেহানা পারভিন। -প্রেস বিজ্ঞপ্তি

ইত্তেফাক (৫ ফেব্রু, ১৮): মাস্টার্স ইন এন্ট্রাপ্রিনরশিপ ইকনোমিক্স প্রোগ্রাম চালু করলো ঢাকা স্কুল অব ইকনোমিকস

http://www.ittefaq.com.bd/print-edition/trade/2018/02/05/255130.html

দেশে উদ্যোক্তা তৈরী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, মানুষের মধ্যকার কর্মোদ্যমকে জাগ্রত করার বিশেষ উদ্যোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ দেশে প্রথমবারের মত পূর্ণাঙ্গ মাস্টার্স ইন এন্ট্রাপ্রিনরশিপ ইকনোমিক্স প্রোগ্রাম চালু করা হয়েছে। ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে দেশের উন্নয়নে বৃহত্তর স্বার্থে উদ্যোক্তা গঠনে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীরা ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সাথে যোগাযোগ করতে পারে। এ পাঠ্যক্রম এমনভাবে তৈরী করা হয়েছে যাতে করে উদ্যোক্তারা নিজেদেরকে আরো দক্ষ ও কর্ম উপযোগী মানবসম্পদ রূপে নিজেদের তৈরী করতে পারে।

ঢাকাটাইমস(০৩ মার্চ ২০১৮): উদ্যোক্তা উন্নয়নের ওপর ডিএসসিইর মাস্টার্স কোর্স

http://www.dhakatimes24.com/2018/03/03/71497
দেশে প্রথমবারের মতো উদ্যোক্তা উন্নয়নের ওপর স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালু করেছে ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই)। মাস্টার্স ইন উদ্যোক্তা ইকোনমিক্স নামের এই কোর্সটি নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন বেগবান করবে বলে আশা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গিভূত প্রতিষ্ঠান ডিএসসিই।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বর্তমানে ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

চালু হওয়া কোর্সের সমন্বয়ক ডিএসসিইর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী ঢাকাটাইমসকে জানান, দেশে প্রথমবারের মতো উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করা হলো। এ পাঠ্যক্রম এমনভাবে তৈরী করা হয়েছে যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।

কোর্সটি সম্পন্নকারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব হ্রাসে সহায়তা করতে পারবে। দেশে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষিত জনবলের চাহিদা মেটাতে এই কোর্স বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ মাহবুব আলী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ের ওপর দেশের একমাত্র পোস্ট ডক্টরেট ডিগ্রীধারী।

অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সমূহঃ

  1. দৈনিক আলোর মিছিল (মে ৩, ২০১৮)- http://www.alor-michil.com/?p=25572
  2. ক্যাম্পাস টাইমস(মে ১, ১৮): http://www.campustimes.press/public/article/other-institute/7846/ডিএসসিইতে-উদ্যোক্তা-অর্থনীতি-বিষয়ে-মাস্টার্স-কোর্স-চালু
  3. BBarta: http://www.bbarta24.net/finance-and-trade/71676
  4. Gee BD: http://geebd.com/ক্যাম্পাস/ডিএসসিইতে-উদ্যোক্তা-অর্থনীতি-বিষয়ে-মাস্টার্স-কোর্স-চালু
  5. দি প্রমিনেন্ট (মে ৫,২০১৮): http://www.the-prominent.com/entrepreneur-startup-article-6272/
  6. কালের কণ্ঠ অনলাইন (৩০ এপ্রিল, ২০১৮)- http://www.kalerkantho.com/online/national/2018/04/30/631211
  7. প্রথম আলো, ঢাকা (৩০ এপ্রিল ২০১৮)-  http://www.prothomalo.com/education/article/1480011/ডিএসসিইতে-উদ্যোক্তা-অর্থনীতি-বিষয়ে-মাস্টার্স-শুরু
  8. একুশে টেলিভিশন (৩০ এপ্রিল ২০১৮ সোমবার)- http://ekushey-tv.com/ডিএসসিইতে-উদ্যোক্তা-অর্থনীতি-বিষয়ে-মাস্টার্স-কোর্স-চালু/34581
  9. NTV: http://www.ntvbd.com/education/193391/ডিএসসিইতে-উদ্যোক্তা-অর্থনীতি-বিষয়ে-মাস্টার্স-কোর্স-চালু
  10. বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস (১ মে, ২০১৮)- http://bssnews.net/bangla/newsDetails.php?cat=2&id=449074&date=2018-04-30

MORE DETAIL