ঢাকা স্কুল অব ইকনোমিক্সে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত (news cover)

অর্থনীতি ক্লাবের উদ্যোগে ঢাকা স্কুল অব ইকোনমিক্সে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। এই কনফারেন্সের শিরোনাম ছিল ‘বৈশ্বিক মন্দার মধ্যেও এগিয়ে যাওয়া এবং উদ্যোক্তা শ্রেণীর করণীয়’। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সমাপনী অধিবেশনে বরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খালীকুজ্জমান আহমদের প্রবন্ধ পাঠ করেন মাস্টারস এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের ছাত্রী জাহেরা কদ্দুস। অনুষ্ঠানে

Start

February 27, 2024

End

Address

4/C, Eskaton Garden Road, Dhaka-1000   View map

Categories

CONFERENCE , EVENT , NEWS

অর্থনীতি ক্লাবের উদ্যোগে ঢাকা স্কুল অব ইকোনমিক্সে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। এই কনফারেন্সের শিরোনাম ছিল ‘বৈশ্বিক মন্দার মধ্যেও এগিয়ে যাওয়া এবং উদ্যোক্তা শ্রেণীর করণীয়’।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সমাপনী অধিবেশনে বরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খালীকুজ্জমান আহমদের প্রবন্ধ পাঠ করেন মাস্টারস এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের ছাত্রী জাহেরা কদ্দুস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ কে এম আতিকুর রহমান, ফরমার সেক্রেটারি এমবাসিডর এন্ড রাইটার, বিশেষ অতিথি ড. আনোয়ারা বেগম, রিসার্চ ডায়রেক্টর, বিআইডিএস (BIDS) এবং সেশন চেয়ার ছিলেন আইটি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব আলী।

তিনদিন ব্যাপী কনফারেন্সে মোট ৫৪টি প্রবন্ধ দেশ-বিদেশ থেকে উপস্থাপিত হয়। এতে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পান প্রফেসর ড. মোস্তাক এম. হোসেন, নিউ ব্রুসউইক সেন্ট জন বিশ্ববিদ্যালয়, সেন্ট জন, কানাডা।

দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বলেন, উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে মূল্যস্ফিতির হার কমাতে হবে এবং ডলারের বিনিময় হার উদ্যোক্তাদের অনুকূলে থাকে, বেসরকারি খাতকে প্রনোদনা দিয়ে চাঙ্গা করতে হবে- যেন শ্রম বাজার তৈরি হয়। এদেশে ব্যংকিং খাতে ঋণখেলাপি থেকে বেরিয়ে আসতে হবে। এদেশে বেসরকারি স্বাস্থ খাতের গলাকাটা ব্যবস্থা বন্ধ করার জন্য সরকারকে নতুন উদ্যোক্তা‌ তৈরির ব্যবস্থা নিতে হবে।

তারা বলেন, মিয়ানমার বারবার বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে পড়তে উস্কে দিচ্ছে এবং প্রধানমন্ত্রী বারবার সতর্ক থাকায় মিয়ানমারের এই অশুভ তৎপরতা কাজে আসছে না।

প্রফেসর ড মুহাম্মদ মাহবুব আলী অভিমত ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনকল্যাণমূলক নীতির কারণে ৫ম বার নির্বাচিত হয়েছেন। তিনি আশা করেন, ঢাকা স্কুল অব ইকোনমিক্স উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের আওতায় অনার্স, মাস্টার্স এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লমা প্রোগ্রাম এ অধিকতর সহায়তা আর্থিক এবং ইনকিউবেটর স্থাপনে সহায়তা করবেন। এছাড়া উদ্যোক্তাদের প্রসারে একদিন বিশেষ দিবস ঘোষণা করবেন।

অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর উপর মুহাম্মদ মাহবুব আলী কর্তৃক লেখা ও সুর করা গান পরিবেশন করেন উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের ছাত্র তারেক রহমান।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উনমুননাহার আজমিন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. সারা তাসনিম, রেহানা পারভীন, শামিম আহমেদ এবং নাভিদ শাহরিয়ার রহমান অর্নব।

Source: https://www.ekushey-tv.com/education/1360873111111141934

MORE DETAIL