মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছেন ঢাকা স্কুল অব ইকনোমিকস।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইস্কাটন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এই প্রতিষ্ঠানটির বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্কুল অব ইকনোমিকসের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ এবং উন্নয়ন চিন্তাবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের জন্যে যেভাবে সবাই নিঃস্বার্থভাবে জাপিয়ে পড়েছিলেন, ঠিক একই ভাবে সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বৈদেশিক হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া , দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে ধনী-দরিদ্র বৈষম্য কমানোর পাশাপাশি সকলকে নৈতিকতা, পরার্থপরতা এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকনোমিকসের পরিচালক কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সোনার মানুষ প্রয়োজন, সেই সোনার মানুষ গড়তে ঢাকা স্কুল অব ইকনোমিকস এগিয়ে এসছে। আলোচনা সভায় ঢাকা স্কুল অব ইকনোমিকসের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
News Links: https://www.ittefaq.com.bd/671146/