অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ে ঢাকা স্কুল অব ইকনোমিক্সের সেমিনার (news cover)

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রভাষক ড. সারদানা খান। প্রবন্ধে তিনি সেলফ অ্যাওয়ারনেস এবং সোট অ্যানালাইসিসের ওপর জোর দেয়ার পরামর্শ দেন। উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের কোর্ডিনেটর অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী সেমিনারে সভাপতিত্ব করেন।

Start

April 12, 2023

End

Categories

NEWS , SEMINAR

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রভাষক ড. সারদানা খান। প্রবন্ধে তিনি সেলফ অ্যাওয়ারনেস এবং সোট অ্যানালাইসিসের ওপর জোর দেয়ার পরামর্শ দেন।

উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের কোর্ডিনেটর অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী সেমিনারে সভাপতিত্ব করেন। সহকারী অধ্যাপক রেহেনা পারভিন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনিম এবং প্রভাষক শামিম আহমেদ সেমিনারে আলোচনায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, ‘উদ্যোক্তা অর্থনীতির শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে-বিদেশে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে। সেজন্য ঢাকা স্কুল অব ইকোনোমিক্স উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম শিক্ষার্থীদেরকে প্রশিক্ষন দিয়ে যাচ্ছে।’

News Links:
https://www.dhakatimes24.com/2023/04/12/305853
www.ittefaq.com.bd/639573/অস্ট্রেলিয়ায়-উচ্চশিক্ষা-বিষয়ে-ঢাকা-স্কুল-অব
www.ajkerpatrika.com/268291/অস্ট্রেলিয়াতে-উচ্চশিক্ষা-বিষয়ে-ঢাকা-স্কুল-অব
https://www.ekushey-tv.com/education/1360873111111127463

 

MORE DETAIL