Workshop on Entrepreneurial Economics Employability

The closing ceremony of the Case Competition and Workshop on Entrepreneurial Economics Employability was held at Dhaka School of Economics (DScE) on July 14, 2018. At the closing ceremony, eminent economist Dr Qazi Kholiquzzaman Ahmad told that Entreprnurial Economics program started at DScE to strength economic growth with equitable justice.

Speakers

Private: Dr. Qazi Kholiquzzaman Ahmad
Chairman, DScE and Chairman, Governing Council, DScE

Start

July 14, 2018 - 11:00 am

End

July 14, 2018 - 4:00 pm

Address

4/C Eskaton Garden Road, Ramna, Dhaka 1000   View map

Categories

NEWS , Workshop

The closing ceremony of the Case Competition and Workshop on Entrepreneurial Economics Employability was held at Dhaka School of Economics (DScE) on July 14, 2018.

At the closing ceremony, eminent economist Dr Qazi Kholiquzzaman Ahmad told that Entreprnurial Economics program started at DScE to strength economic growth with equitable justice.

In his welcome address, Professor Dr Muhammad Mahboob Ali told that present government is trying hard and soul to create employment along with growth which needs entrepreneurial education.

Vice-Chancellor of the Green University of Bangladesh Prof Dr Md Golam Samdani Fakir argued that quality education, communication skill, development and aptitude work at grass root level along with entrepreneurial mind set is very essential factor.

Industrialist Abdul Haque of Haq Bay argued that entrepreneurs are by borne risk taker.
In the program, a research monograph prepared by the Post Graduate Entrepreneurship Development students was unfolded.

In the case study, Star and Snow jointly became champion and 1st Runners up Comilla University and 2nd Runners up Pink group. Consolation prize was given to Jagannath University and Khulna University.

 

দেশে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে উদ্যোক্তা বিকাশের বিকল্প নেই। কেবল উদ্যোক্তা তৈরির মাধ্যমে দারিদ্র্য নিরসন এবং প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছে দেয়া সম্ভব।

গত শনিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা স্কুল অব ইকনোমিকস (ডিএসসিই)-এর সভাকক্ষে উদ্যোক্তা অর্থনীতি ও কর্মসংস্থান তৈরি বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ডিএসসিই উদ্যোক্তা অর্থনীতি ক্লাব কর্মশালার আয়োজন করে।

ডিএসসিইর গভর্নিং কাউন্সিল ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে হকস বে অটোমোবাইলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, ড. জাহেদা আহমদ প্রমুখ বক্তব্য দেন।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, দেশে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে উদ্যোক্তা বিকাশের বিকল্প নেই। কেননা উদ্যোক্তা বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি সেবা ও পণ্য উৎপাদন যেমন সম্ভব তেমনি অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করা যাবে। প্রবৃদ্ধির সুফল সবাই পাবে। যার মাধ্যমে প্রকৃত মানব উন্নয়ন নিশ্চিত হবে।

ড. মো. গোলাম সামদানী ফকির উদ্যোক্তা বিকাশের জন্য উদ্যোক্তা অর্থনীতি বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোর্স চালুর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, সম্পদ ও আয় বৈষম্য হ্রাসের মাধ্যমে প্রকৃত মানব উন্নয়ন নিশ্চিত করতে নতুন উদ্যোক্তা দরকার। যারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবে।

তিনি দারিদ্র্য নিরসনের জন্য যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ড. কাজী খলীকুজ্জমান আহমদ উদ্যোক্তা বিকাশে উদ্ভাবনী ধারণা প্রদান বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

Source Links:

https://dailyasianage.com/news/130585/development-of-entrepreneurs-urged

http://www.ittefaq.com.bd/print-edition/trade/2018/07/17/289333.html

http://www.bssnews.net/bangla/?p=21380&print=print

http://thedailynewnation.com/news/181537/speakers-for-development-of-entrepreneurs.html/

http://www.dhakatimes24.com/2018/07/18/89350/উদ্যোক্তা-বিকাশে-উদ্ভাবনী-ধারণা-প্রদান-বিষয়ে-প্রতিযোগিতা

https://thedailycampus.com/dhaka-university/12153/উদ্যোক্তা-তৈরির-মাধ্যমে-দারিদ্র্য-নিরসন-সম্ভব

MORE DETAIL

Email

mahboob.ali@dsce.edu.bd